সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প কমপক্ষে ২৭৭টি ইলেকটোরাল ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ১৮৯০ দশকের পর তিনিই প্রথম নেতা যিনি পরপর নয় এমন দুই মেয়াদে জয়ী হলেন।
বুধবার ভোরে ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নিজেকে জয়ী দাবি করেন। ট্রাম্প তার ভাষায় “আমাদের সীমান্ত ঠিক করা” এবং “আমাদের দেশের সবকিছু ঠিক করার” প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, তিনি একটি “শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা” দিতে কাজ করবেন।
বিশ্ব নেতারা প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। আরও অনেকের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ট্রাম্পের “ঐতিহাসিক প্রত্যাবর্তনের” প্রশংসা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন, স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় তার সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।