এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নাকি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতা, তা নির্ধারণের জন্য আজ লক্ষ লক্ষ মানুষ ভোট দিচ্ছেন। নির্বাচনের দিনের আগে ৮১ মিলিয়নেরও বেশি আমেরিকান ভোটকেন্দ্রে গিয়ে বা ডাকযোগে আগাম ভোট দিয়েছেন।

ট্রাম্প ও কমালা হ্যারিস সোমবার গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালান। উভয় প্রার্থীই তাদের প্রচারণা চালানোর সময় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। নির্বাচনের আগের দিনের জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।

এবিসি নিউজের জরিপে সাতটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের পাঁচটিতে ট্রাম্প জয়ী হয়েছেন বলে মনে করা হলেও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে জরিপে কমালা হ্যারিস চারটিতে এগিয়ে আছেন। তবে নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প চারটিতে এবং হ্যারিস দুইটিতে এগিয়ে আছেন এবং পেনসিলভানিয়ায় দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে।