গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত, বলছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা

গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়িতে এক কিশোরকে দেখা যাচ্ছে (৫ নভেম্বর, ২০২৪)

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার বলছেন, কয়েক দফা ইসরায়েলি বিমান হামলায় গাজা ভূখণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

সোমবার দিনের শেষভাগে পরিচালিত হামলায় একটি বাড়ি আক্রান্ত হয়। বেইত লাহিয়ার এই বাড়িতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। কর্মকর্তারা জানান, এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

গাজা সিটি, যুওয়েইদা ও দেইর আল-বালাহ এলাকাতেও প্রাণঘাতি হামলা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলছে, তাদের সেনারা এর আগের দিন গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে জঙ্গি সদস্যদের হত্যা করেছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে।

এক বছরেরও বেশি সময় আগে, ৭ অক্টোবর হামাসের জঙ্গি সদস্যরা ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ মানুষকে হত্যা করে এবং প্রায় ২৫০ জিম্মিকে আটক করে। এই হামলার পর চলমান সংঘাতের সূত্রপাত হয়। ইসরায়েলের দাবি অনুযায়ী, হামাসের হাতে এখনো ১০১ জিম্মি আটক আছেন। সামরিক বাহিনীর মতে, তাদের মধ্যে ৩৫ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনের চেয়েও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তথ্য দিয়েছে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় নিহতদের মধ্যে যোদ্ধা ও বেসামরিক মানুষকে আলাদা করে না।

হামাস ও হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

জাতিসংঘে নিযুক্ত ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মার্গারেট বেশির এই প্রতিবেদন তৈরিতে অবদান রেখেছেন। কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।