নাটকের প্রদর্শনী বন্ধ অন্তর্বর্তী ইউনুস সরকার 'সমর্থন করে না'

এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম। ৩ নভেম্বর, ২০২৪।

শিল্পকলা একাডেমিতে বিক্ষোভের মুখে একটি নাটকের প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, এই ধরনের ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৩রা নভেম্বর) এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, "শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানাই"।

তিনি আশা করছেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক অনুসন্ধান ও তদন্ত করবেন।

শনিবার (২রা নভেম্বর) সন্ধ্যায় দেশ নাটক প্রযোজিত নাটক ‘নিত্যপূরাণ’ মঞ্চায়নের সময় শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভের ফলশ্রুতিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ মঞ্চে এসে নাটকের মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেন।

রবিবার সকালেই এই ঘটনার ব্যাখ্যা দিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, দর্শকদের ওপর হামলার আশঙ্কা করছিলেন তারা এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“সাম্প্রতিক সময়ে দেশের ২২ জায়গায় শিল্পকলা একাডেমিতে হামলা হয়েছে। সেসব মাথায় ছিল", ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আশঙ্কার কথা এভাবেই ব্যক্ত করেছেন সৈয়দ জামিল আহমেদ।

গত ১৭ই অক্টোবর নাট্যদল ‘দেশ নাটকের’ এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোষ্টের সূত্র ধরে শিল্পকলা একাডেমির সামনে ২০ থেকে ২৫ জনের মতো মানুষ বিক্ষোভ করেছে বলছে স্থানীয় গণমাধ্যম।

আলোচিত পোষ্টটি তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যাচ্ছে না এখন।

সংবাদ সম্মেলনে এই পোষ্টটিকে 'নিম্নরুচির' উলেখ করে মহাপরিচালক জামিল আহমেদ বলেন, "আমি তাকে বলেছি, এভাবে নিম্নরুচির পোস্ট ফেইসবুকে না লিখে যুক্তি দিয়ে নাটক করুন। নাটকের মধ্য দিয়ে সরকারের সমালোচনা করুন"।