ড. ইউনূস আসিয়ানের সদস্যপদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ৩ নভেম্বর, ২০২৪।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৩রা নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ঢাকার মিন্টো রোডে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ দেয়ার জন্য আহ্বান জানান, একইসাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশি ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ পায় সেই আহ্বান জানান।

"আমি আশা করি ইন্দোনেশিয়া আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে সাহায্য করবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ," প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে আরও জানান, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।
২০২৫ সালের জানুয়ারিতে মালেশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে।

আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আবেদন ইন্দোনেশিয়া গভীরভাবে দেখবে বলেছে দেশটির রাষ্ট্রদূত।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেন, "ইন্দোনেশিয়ায় খুব বেশি বাংলাদেশি মানুষ নেই, এটা আক্ষেপের।"

"ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ, তবুও সেই দেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানেন না", এই সম্পর্ক বৃদ্ধির পথ খুঁজতে হবে বলছেন প্রধান উপদেষ্টা।