লন্ডনের এক আইনজীবী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্য হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ( আইসিসি) একটি মামলা দায়ের করেছেন।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত ২৮শে অক্টোবর রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের আওতায় আইসিসিতে এই অভিযোগ দায়ের করা হয়।
লন্ডনের ‘থ্রি বোল্ট কোর্ট চেম্বার্স’-এর আইনজীবী মো. আশরাফুল আরেফিন এই মামলা দায়ের করেছেন।
এই অভিযোগে বিস্তারিত বিবরণ, বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও প্রমাণের সহায়তায় শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে।
মূল সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেও আইসিসিকে অনুরোধ করা হয়েছে এই মামলায়।
চলতি বছর অগাস্ট মাসের পাঁচ তারিখ তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
সরকার পতনের থেকেই ১৬ই জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর "গুলি চালানোর নির্দেশ" দেয়ার অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।