যমুনা নদীতে ক্ষতিকর ফেনা, সামাল দিতে নয়াদিল্লি যন্ত্রচালিত নৌকা মোতায়েন করেছে

Your browser doesn’t support HTML5

ভারতের যমুনা নদীকে হিন্দুরা পবিত্র বলে মনে করেন। এই নদীকে আংশিকভাবে পরিচ্ছন্ন করা হয়েছে। যমুনার জলে ভাসমান রাশি রাশি বিষাক্ত ফেনার ঢেলাকে ভাঙতে যন্ত্রচালিত নৌকা ও প্রেসার পাইপ মোতায়েন করা হয়েছে। শুক্রবার, ১ নভেম্বর।

শুক্রবারের ড্রোন ফুটেজে দেখা গেছে, নয়াদিল্লির মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর উপর ডিটারজেন্টের মতো ফেনার পুরু আস্তরণ পড়ে রয়েছে। হিন্দুদের ‘ছট পূজা’ উদযাপনের অংশ হিসেবে হাজার হাজার ভক্ত এই পবিত্র নদীতে ডুব দিতে চলেছেন; আর এরই কয়েক দিন আগে এমন ঘটনা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য নিষ্কাশন, অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এবং রাসায়নিক পদার্থ নদী দূষণের প্রধান কারণ। (রয়টার্স)