হ্যালোয়িন উপলক্ষ্যে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ৫০০ কুমড়োর ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’

Your browser doesn’t support HTML5

হ্যালোয়িন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ট্রান্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ৫০০টির বেশি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ জ্বালানো হয়েছে। কুমড়োর পেটের অংশ বের করে এর গায়ে নকশা এঁকে বানানো হয় এই বাতি । বৃহস্পতিবার, ৩১ অক্টোবর।

হ্যালোয়িন চলাকালে ‘পাম্পকিন ম্যানিয়া’তে কুমড়োর প্রদর্শনী চলবে এবং তারপর স্থানীয় গবাদিপশুর খাদ্য হিসেবে এগুলি সংগ্রহ করা হবে।

রবিবার জনগোষ্ঠীর সদস্যরা এই কুমড়োগুলির গায়ে নকশা তৈরি করেন।

ভৌতিক হ্যালোয়িনের ছুটি উদযাপন করতে কুমড়োর গায়ে নকশা করে ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ বানানো একটা জনপ্রিয় ঐতিহ্য।

যদিও এই ঐতিহ্য আমেরিকাতেই সবচেয়ে বেশি জনপ্রিয়, তবে ‘জ্যাক-ও-ল্যান্টার্নে’র সূচনা হয়েছিল আয়ারল্যান্ডে; জ্যাক নামের এক ভূতকে তাড়াতে এই প্রথা চালু হয়। উল্লেখ্য, জ্যাক অভিশপ্ত। অনন্তকাল ধরে পৃথিবীতে ঘুরে বেড়ানোর দণ্ডে সে দণ্ডিত। (এপি)