আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশিরভাগ আমেরিকান চিন্তিত, তবে তারা উত্তেজিত বোধ করছেন না।
এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের নতুন এক জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় ৭ জন আমেরিকান ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল প্রচার নিয়ে উদ্বিগ্ন বা হতাশ বোধ করছেন এবং সমান অংশ বলেছে, তারা আগ্রহী।
মাত্র এক-তৃতীয়াংশ বলেছেন, তারা উত্তেজিত বোধ করেন।
নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে। সাম্প্রতিক জরিপ অনুসারে, এই প্রতিযোগিতা জাতীয় এবং মূল সুইং রাজ্যগুলোতে ডেমোক্র্যাট কমালা হ্যারিস বা রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প কেউই উল্লেখযোগ্য সুবিধা করতে পারেননি।
কিছু গোষ্ঠী চার বছর আগের চেয়ে আরও বেশি উদ্বিগ্ন, তবে সেই নির্বাচন একটি মারাত্মক মহামারির মধ্যে হয়েছিল।
২০২০ সালে এপি-এনওআরসি জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান নির্বাচন সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন, যা নতুন ফলাফল থেকে পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ নয়। তবে দলীয় সমর্থকদের জন্য উদ্বেগ একটু বেশি।
বিপরীত দিকে, স্বতন্ত্ররা অর্থবহভাবে স্থানান্তরিত হয়নি; তারা ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের চেয়ে কম উদ্বিগ্ন বোধ করছেন। প্রায় অর্ধেক বলেছেন, তারা উদ্বিগ্ন - যার পরিমাণ ২০২০ সালের অনুসন্ধানেও একই ছিল।
তবে একটি বিষয় মোটামুটি স্থির রয়েছে গেছেঃ প্রচারণা নিয়ে আমেরিকানদের হতাশার মাত্রা। প্রায় ১০ জনের মধ্যে ৭ জন আমেরিকান তাদের হতাশ মানসিক অবস্থার কথা বলেছেন; যা ২০২০ সালের একই ছিল।
এনওআরসির সম্ভাব্যতা-ভিত্তিক আমেরিস্পিক প্যানেল থেকে নেয়া একটি নমুনা ব্যবহার করে ২০২৪ সালের ২৪-২৯ অক্টোবর ১,২৩৩ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালানো হয়; এটি যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রতিনিধি হিসেবে ডিজাইন করা হয়েছে। নমুনা ত্রুটির মার্জিন প্লাস বা মাইনাস ৩ দশমিক ৬ শতাংশ পয়েন্ট।