যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ‘ফ্লিপিং’এর মান আরও সামুদ্রিক ভ্রমণের জন্য হালনাগাদ করা হয়েছে

Your browser doesn’t support HTML5

১৯৬০-এর দশকের একটি অনন্য ‘ফ্লিপিং’ জাহাজ যা অনুভূমিক থেকে উলম্ব দিকে ঘুরতে সক্ষম, প্রায় ডুবন্ত অবস্থায় সেটিকে আবর্জনা স্তূপ থেকে রক্ষা করা হবে।

ফ্লিপ বলে পরিচিত ফ্লোটিং ইন্সট্রুমেন্ট প্ল্যাটফর্ম ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য শাব্দিক গবেষণা চালানোর জন্য নির্মিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি গত বছর বাতিল করা হয়।

কিন্তু এটি ভাঙার আগেই যুক্তরাজ্যভিত্তিক সমুদ্র প্রকৌশল প্রতিষ্ঠান ডিইইপি এটিতে উন্নত প্রযুক্তি প্রয়োগের জন্য ইউরোপে নিয়ে এসেছে।

উলম্ব অবস্থায় উত্তাল সমুদ্রেও জাহাজটির অতুলনীয় স্থিতিশীলতা থাকে। এটিকে তরঙ্গ গতিবিদ্যা, শব্দ প্রচার এবং সমুদ্রবিদ্যা অধ্যয়নের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়।

ডিপ হলো একটি সমুদ্র অনুসন্ধান এবং প্রযুক্তি সংস্থা যা সমুদ্র অনুসন্ধানকে আজকের স্থলজ অনুসন্ধানের মতো সর্বব্যাপী করার মিশন নিয়ে কাজ করে। (রয়টার্স)