এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের কাছে দেয়া এক ভাষণে তার “সমাপনী যুক্তি” উপস্থাপন করেন। কমালা হ্যারিস মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন এবং হোয়াইট হাউসের করণীয় তালিকা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প কেবল নিজেরটা দেখছেন এবং শত্রুদের তালিকা দিয়ে একটি নতুন মেয়াদ শুরু করবেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার পেনসিলভানিয়ায় প্রচারণা সমাবেশ করেছেন এবং ফ্লোরিডায় তার সমুদ্রতীরবর্তী মারা-লাগো এস্টেটে বক্তব্য রাখেন যেখানে তিনি হ্যারিসকে “অত্যন্ত অযোগ্য” ---পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন।

মঙ্গলবার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন হাব জানিয়েছে, এরই মধ্যে ৫ কোটি ৩০ লক্ষের বেশি আমেরিকান নির্বাচনে ভোট দিয়েছেন। লক্ষ লক্ষ ব্যালট ইতোমধ্যে গণনা শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ব্যালট এবং পুরো নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত করার ব্যবস্থা নিচ্ছেন।