জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সোমবার ইরানকে হুঁশিয়ার করে বলেছে, ইসরাইল বা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তাদের “গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। শনিবার ভোরে ইসরায়েল প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের লক্ষ্যবস্তুতে ১ অক্টোবর হামলার পাল্টা আক্রমণ চালায়।
যুক্তরাষ্ট্রের ওরেগন ও ওয়াশিংটন রাজ্যে সোমবার ভোরে পুলিশ ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করেছে। সারা দেশে কর্তৃপক্ষ আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ডেলাওয়ারের একটি ভোটকেন্দ্রে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দেন। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচন তবে এরই মধ্যে প্রায় সাড়ে চার কোটি নাগরিক আগাম ভোট দিয়েছেন।