ইউক্রেনে পরীক্ষিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ তাইওয়ানের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

নরওয়ের সেনাবাহিনী একটি অনুশীলনের সময় নরওয়ের আন্দোয়াতে একটি জাতীয় উন্নত সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) নিক্ষেপ করছে, ১০ মে, ২০২৩। (রয়্যাল নরওয়েজিয়ান নেভি)

শুক্রবার পেন্টাগন বলে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির একটি থোক প্রস্তাব অনুমোদন করেছে। তারা দ্বীপটিতে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে পরীক্ষিত একটি উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে।

যুক্তরাষ্ট্র চীনের নিজস্ব অংশ বলে দাবি করা তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সহায়তা প্রদান করতে আইন দ্বারা বাধ্য, যদিও তাদের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। আর এটিই হচ্ছে বেইজিংয়ের ক্রমাগত অসন্তোষের কারণ।

চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি করছে। তারা গত সপ্তাহে দ্বীপটির চারপাশে নতুনভাবে একটি যুদ্ধ মহড়া করে। লাই চিং-তে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলে, নতুন অস্ত্র বিক্রির মধ্যে ১১৬ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আনুমানিক ৮২ কোটি ৮০ লক্ষ ডলার মূল্যের রাডার সিস্টেম রয়েছে। পেন্টাগন জানায়, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রধান ঠিকাদার হবে আরটিএক্স কোর।

তারা একটি বিবৃতিতে বলে, "এই প্রস্তাবিত অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক এবং নিরাপত্তাস্বার্থ রক্ষা করে, যা প্রাপক দেশের সশস্ত্র বাহিনী আধুনিকীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার অব্যাহত প্রচেষ্টাকে সহায়তা দেয়। প্রস্তাবিত বিক্রয়টি প্রাপক দেশের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে এবং এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে।"

তারা আরও বলে, ক্ষেপণাস্ত্র ব্যব্স্থার বিক্রয়টি তিনটি ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) মাঝারি-পাল্লার বিমান প্রতিরক্ষা সমাধান ব্যবস্থার জন্য হবে। এর মধ্যে উন্নত অ্যামরাম এক্সটেন্ডেড রেঞ্জ ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে।

নাসামস সিস্টেমটি ইউক্রেনে যুদ্ধে সফলভাবে ব্যবহৃত হয়েছে এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতার প্রতি একটি উল্লেখযোগ্য উন্নতিকে তুলে ধরে। যখন এই ব্যবস্থাটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এমন সময়ে যুক্তরাষ্ট্র তাইওয়ানে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি রপ্তানি করছে।

যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলে, নাসামস তাইওয়ানের জন্য একটি নতুন অস্ত্র। বর্তমানে এই অঞ্চলে কেবল অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এটি পরিচালনা করছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনে নাসামস-এর “প্রমাণিত” ব্যবহারের কথা উল্লেখ করে এবং বলে যে এটি চীনের ঘন ঘন সামরিক মহড়ার বিরুদ্ধে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে সাহায্য করবে।

চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে আরও ভালোভাবে মোকাবেলা করতে প্রস্তুতি নিতে তাইওয়ানের সেনাবাহিনী তাদের অস্ত্রশস্ত্র শক্তিশালী করছে। এর মধ্যে তাদের গুরুত্বপূর্ণ সরবরাহের জন্য সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নিজস্ব ডুবো-জাহাজ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

চীন লাইকে "বিচ্ছিন্নতাবাদী" হিসেবে দেখে এবং সংলাপের জন্য তার বারবার আহ্বানকে অগ্রাহ্য করেছে। লাই বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন, শুধুমাত্র তাইওয়ানের জনগণ তাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারে।

চীনের সরকার শনিবার লাই-এর উপর অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যায়। শুক্রবার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ দ্বীপে তার করা মন্তব্যের নিন্দা করে। তিনি বলেছিলেন "বাইরের কোনো শক্তি" তাইওয়ানের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না।

চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় এক বিবৃতিতে বলে, "'তাইওয়ানের স্বাধীনতার' কোনো ভবিষ্যৎ নেই। তাইওয়ানের ভবিষ্যৎ মাতৃভূমির সম্পূর্ণ পুনঃএকত্রীকরণেই নিহিত।"