নাসার স্পেসএক্সের ক্রু-৮-এর মহাকাশচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন

Your browser doesn’t support HTML5

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ড্রাগন মহাকাশযানে চেপে স্পেসএক্সের ক্রু-৮-এর মহাকাশচারীরা নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার, ২৫ অক্টোবর।

নাসার মহাকাশচারী ম্যাট ডমিনিক, মাইক ব্যারাট, জেনেট এপস ও রসকসমস মহাকাশচারী আলেক্সান্দার গ্রেবেনকিনকে নিয়ে মহাকাশযানটি ফ্লোরিডা উপকূলের অদূরে অবতরণ করেছে।

নাসার বক্তব্য অনুযায়ী, পৃথিবীর নিম্ন অক্ষের বাইরে মানুষের অনুসন্ধানের অগ্রগতি ও পৃথিবীতে মানবজীবনের উপকারের জন্য মহাকাশচারীরা নতুন বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন। (রয়টার্স)