হোয়াইট হাউস বুধবার জানিয়েছে ইউক্রেন গ্রুপ অফ সেভেন জোটের কাছ থেকে ৫ হাজার কোটি ডলার ঋণ পাবে। ঋণটি আপাতত রাশিয়ার আটক তহবিলটিকে ভিত্তি করে দেওয়া হচ্ছে। আমেরিকান কর্মকর্তারা বলছেন এ বছরের শেষ নাগাদ এই অর্থ বিতরণ শুরু হবে। তারা আরও বলছেন যে যুক্তরাষ্ট্র মোট অর্থের মধ্যে ২ হাজার কোটি ডলার প্রদান করবে।
রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের এই বাঁচার লড়াইয়ে সাহায্য করতে ধনী গণতান্ত্রিক রাষ্ট্রগুলি এ বছরের প্রথম দিকেই এই বিশাল ঋণ দেয়ার উপায় সম্পর্কে সম্মত হয়। রাশিয়ার আটক অর্থ থেকে প্রাপ্ত সুদকে এই ঋণের সহায়ক হিসেবে ব্যবহার করা হবে।
আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা দালীপ সিং বলেন, “ পরিস্কার করে বললে বলতে হচ্ছে এর আগে এ রকম কিছুই কখনও করা হয়নি। আগে কখনই আইনের শাসনের প্রতি সম্মান জানিয়ে ও একাত্ম বজায় রেখে বহুজাতিক জোট আগ্রাসী দেশের আটক সম্পদের মূল্য দিয়ে দু:ক্লিষ্ট পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্থায়ন করেছে।
বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সার্গি মারচেংকো এই প্রতিশ্রুতি লেখার পরিকল্পনা করেন যে যুক্তরাষ্ট্রের ঋণটি দেয়া হবে , আমেরিকান করদাতাদের অর্থে নয় , রাশিয়ার অচল স্বায়ত্ত্বশাসিত অর্থের লভ্যাংশ থেকে।
ইয়েলেন এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন “ রাশিয়ায়ই এই সহায়তার অর্থ দিচ্ছে”। তিনি বলেন ঋণের এই প্যাকেজটি চূড়ান্ত হবার পথে রয়েছে।
সিং বলেন বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রদেয় ২ হাজার কোটি ডলার ইউক্রেনের অর্থনীতি ও সামরিক খাতের মধ্যে ভাগ করে দেয়ার ইচ্ছে প্রকাশ করেন। সামরিক সহায়তা পাঠানোর জন্য কংগ্রেসের অনুমোদন লাগে। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন যে অস্ত্র ও সাজসরঞ্জামের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ইউক্রেনে পৌঁছাতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে।
অবশিষ্ট ৩ হাজার কোটি ডলার আসবে অন্যান্য দেশসহ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপান থেকে।
ইউক্রেনকে সাহায্য দিতে রাশিয়ার আটক সম্পদ ব্যবহার করার ধারণাটিকে প্রথমে ইউরোপীয় কর্মকর্তারা বাধা দেন, তাঁরা আইনি ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেন।
অর্থ কর্মকর্তাদের নিয়ে এক বছরেরও বেশী সময় ধরে আলাপ আলোচনা এবং এপ্রিল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করার পর এই পদক্ষেপ গতি খুঁজে পায়। ওই আইন সরকারকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের সম্পদ আটক করার অনুমতি দেয়।
জুন মাসে জি সেভেন ঘোষণা করে যে এই ঋণের বেশির ভাগ অংশ রাশিয়ার আটক সম্পদ যা কীনা ২৬ হাজার কোটি ডলার তারই লভ্যাংশ থেকে আসবে। এই অর্থের বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়ন আটক করে রেখেছ।
যুক্তরাষ্ট্র ২০২২ সালে মস্কোর ইউক্রেন আক্রমণের পর পরই রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকে যে পরিমাণ অর্থ ছিল তা আটক করে।
প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এ রকম ধারণা নাকচ করে দেন যে বাইডেন প্রশাসন অনুমোদিত ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান নতুন প্রশাসন বাতিল করতে পারে।
অস্টিন বলেন, “ আমি নিশ্চিত এই ব্যাপারটি অব্যাহত থাকবে”। তিনি আরো বলেন তিনি নিশ্চিত “যে সময় তারা দিয়েছেন সেই সময়ের মধ্যেই সেটা দেয়া হবে”।
ইউক্রেনের সর্বসাম্প্রতিক ক্ষতির যে মূল্যায়ন করেছে বিশ্ব ব্যাংক , যা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় তাতে বলা হয়েছে যে আগামি ১০ বছরে দেশটিতে পূনর্নিমাণ ও পুনরুদ্ধারের মূল্য হবে ৪৮ হাজার ৬০০ কোটি ডলার ।