বুধবার সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়াতে অবস্থানের প্রমাণ রয়েছে। তারা সেখানে কী করছে এখন তা “দেখার বাকি আছে”।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তার সরকারের কাছে তথ্য আছে, ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার দুটি সামরিক ইউনিট রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে।
অস্টিন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে “শক্তিশালী সম্পর্কের” কথা উল্লেখ করে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ নিয়ে এই যুদ্ধে কোরিয়ানদের অংশগ্রহণ নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কেবল ইউরোপেই নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলেও এর প্রভাব পড়বে।
মঙ্গলবার জেলেন্সকি বলেন, ইউক্রেন “বিশ্বের কাছ থেকে দৃঢ়, বাস্তব অবস্থান” প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ইউরোপের যুদ্ধে হস্তক্ষেপের অর্থ হলো, তাদের উপর শক্তিশালী চাপ প্রয়োগ সম্ভব হচ্ছে না। রাশিয়ার এই যুদ্ধ দীর্ঘায়িত আর বিস্তৃত করার সুযোগ তৈরি হচ্ছে বাকি বিশ্বের তরফ থেকে তাদের শান্তির জন্য বাধ্য করা হচ্ছে না। যা প্রকারান্তরে, পুতিনকেই সহায়তার সমান।
জেলেনস্কি বলেন, “উত্তর কোরিয়া যদি ইউরোপের যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে, তাহলে এই সরকারের ওপর চাপ অবশ্যই যথেষ্ট শক্তিশালী নয়। "রাশিয়া যদি এখনও এই যুদ্ধকে বিস্তৃত ও দীর্ঘায়িত করতে সক্ষম হয়, তবে এর অর্থ হ'ল বিশ্বের প্রত্যেকে যারা এখনও রাশিয়াকে শান্তিতে বাধ্য করতে সহায়তা করছে না তারা আসলে পুতিনকে যুদ্ধ করতে সহায়তা করছে।”
ইউক্রেন-রাশিয়া সীমান্তবর্তী এলাকায় ১৪টি ইউক্রেনীয় ড্রোন এবং কৃষ্ণ সাগরে চারটি চালকবিহীন ইউক্রেনীয় নৌকা ধ্বংস করেছে বলে বুধবার জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাছাড়া, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ অধিকৃত ক্রাইমিয়ায় ১০টি এবং রোস্তভ অঞ্চলে আরও চারটি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে বলেও জানানো হয়।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।