হামাস নেতা নিহত হবার পর এখন জিম্মি মুক্তি চুক্তির “সত্যিকারের সুযোগ” রয়েছে, বলেছেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রিয়াদে পৌঁছে বিমান থেকে নামছেন। (২৩ অক্টোবর, ২০২৪)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রিয়াদে পৌঁছে বিমান থেকে নামছেন। (২৩ অক্টোবর, ২০২৪)

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরাইলের হত্যার পর হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য গাজাতে চুক্তিতে পৌঁছানোর একটি “সত্যিকারের সুযোগ” সুযোগ রয়েছে।

সৌদি আরবে যাবার আগে তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিংকেন বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের বেশ কিছু সাফল্য রয়েছে যার মধ্যে হামাসের সামরিক সক্ষমতা হ্রাস করা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধের অবসান ঘটানো এখন বাকি আছে।

তিনি আরও বলেন, কিন্তু যুদ্ধের অবসান এমন ভাবে করতে হবে, যেন হামাস এবং ইসরায়েলি সেনাদের কেউই গাজাতে অবস্থান না করে।

গাজার শাসন, নিরাপত্তা, পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের সহায়তা ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের করনীয় নিয়ে আগামী দিনগুলোতে আরব মিত্র রাষ্ট্রগুলোর সাথে ব্লিংকেনের আলোচনা চলবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার কাতারে যাত্রাবিরতির পর শুক্রবার লন্ডনে আরব দেশগুলোর সঙ্গে বৈঠক করবেন ব্লিংকেন।

ব্লিংকেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গাজায় পৌঁছানো মানবিক সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য ইসরায়েলকে সতর্ক করে একটি চিঠি পাঠানোর এক সপ্তাহ পরে বুধবার ব্লিংকেন বলেছিলেন যে অগ্রগতি হয়েছে, তবে আরও হওয়া দরকার এবং এটি বজায় রাখা দরকার।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সোরে বুধবার রাতে বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে জানায়।

ইসরায়েল জানিয়েছে, তারা রাতে বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বুধবার বৈরুত সফরে গিয়ে, এই যুদ্ধ পুরো অঞ্চলের জন্য মারাত্মক হবে মন্তব্য করে লেবাননের যুদ্ধ নিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।