রাজা চার্লস এবং রানী ক্যামিলাকে অস্ট্রেলিয়ার সংসদে আনুষ্ঠানিক অভ্যর্থনা 

Your browser doesn’t support HTML5

রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার সংসদ ভবনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সোমবার, ২১ অক্টোবর, ২০২৪।

রয়্যাল গার্ড অফ অনার পরিদর্শনের আগে চার্লসকে ২১টি বন্দুকের স্যালুট দিয়ে সম্মানিত করা হয়। এরপর মার্বেল ফোয়ারে ভিজিটরস বইগুলিতে স্বাক্ষর করেন তিনি।

অস্ট্রেলিয়ায় চার্লস কিশোর হিসাবে ছয় মাস স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং দেশটিতে এটি তার ১৬তম রাষ্ট্রীয় সফর। ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ার পর এটি তার প্রথম বড় বিদেশ সফরও। ক্যান্সার ধরা পড়ার পর এটি তার প্রথম বড় বিদেশ সফরও।

সংসদে যাওয়ার আগে রাজ দম্পতি অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।