যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (২১ অক্টোবর) তাদের নিয়োগ (বাকি মেয়াদ) বাতিল করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে- রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

নিয়োগ প্রক্রিয়া শেষ করার পর বিদেশের এই তিনটি গুরুত্বপূর্ণ মিশনে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।