এইচএসসি পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ

Your browser doesn’t support HTML5

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া কয়েক শ শিক্ষার্থী এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‌বৈষম্যহীনভাবে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করে আসছিল।

রবিবারও ওইসব শিক্ষার্থীর একই দাবিতে বিক্ষোভ করে; এক পর্যায়ে তারা শিক্ষাবোর্ডের ভেতরে ঢুকে পড়ে। চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর করে। তখন সেখানে উপস্থিত বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা রয়েছে।