ইউক্রেনে উত্তর কোরিয়ার সৈন্যের কারণে উত্তেজনা বাড়বে, ফ্রান্সের সতর্কবার্তা

ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জাঁ নোয়েল ব্যারো, বামে, এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ১৯ অক্টোবর, ২০২৪।

শনিবার কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্স ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করার জন্য উত্তর কোরিয়ার সাধারণ সৈন্যদের সম্পৃক্ত হওয়ায় যুদ্ধের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাবে।

ফ্রান্সের জাঁ-নোয়েল ব্যারো সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ইউক্রেনে প্রথম সফর করেন। দেশটির পূর্ব দিকেও তাঁর যাওয়ার কথা রয়েছে। ফ্রান্স রবিবার সেখানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের নিরাপত্তার জন্য দুটি নতুন কেন্দ্রের জন্য অর্থায়ন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে বলেন যে তারা রাশিয়ার সাথে তাদের সৈন্য মোতায়েন করছে এবং মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য ১০,০০০ জন সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু, নেটো প্রধান মার্ক রুট বলেন, এই মুহুর্তে সেখানে পিয়ংইয়ংয়ের উপস্থিতির কোনও প্রমাণ নেই।

ব্যারো কিয়েভে বলেন, "এর ফলাফল গুরুতর হবে এবং সংঘাতটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে, একটি অতিরিক্ত বিপর্যয়মূলক পর্যায়ের দিকে ঠেলে দিবে," তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মস্কো যুদ্ধে হিমশিম খাচ্ছে।

তার ইউক্রেনীয় সহপক্ষ আঁন্দ্রি সিবিহা বলেন, এই পদক্ষেপের ফলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি "বিশাল"।

তিনি বলেন, "এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন আরও বৃদ্ধির বিষয়ে একটি বিশাল হুমকি। এ আগ্রাসনের বর্তমান মাত্রা এবং সীমা আরও বৃদ্ধি পাওয়ার একটি বড় ঝুঁকিতে রয়েছে।"

এই সপ্তাহের শুরুর দিকে, জেলেন্সকি তার বিজয় পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন তার এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন পরবর্তী বছরের মধ্যে যুদ্ধ শেষ করতে সক্ষম হবে। এই পরিকল্পনার প্রথম ধাপ ছিল ইউক্রেনকে নিঃশর্তে নেটো সদস্যপদ প্রদান।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারিস ইউক্রেনকে নেটোতে যোগদানের জন্য তাৎক্ষণিকভাবে আমন্ত্রণের ব্যাপারে আগ্রহী। তবে এ ব্যাপারে মিত্রদের সাথে আলোচনা অব্যাহত থাকবে।

ব্যারো বলেন, "ইউক্রেনকে নেটোতে যোগদান সম্পর্কে আমরা আগ্রহী এবং এ বিষয়ে আমরা আমাদের অংশীদারদের সাথে একটি আলোচনা করছি।"