এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার নেটো মিত্রদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন "যতক্ষণ না ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠা হয়।” জার্মানিতে একদিনের সফরে দ্বিপক্ষীয় ও ট্রান্স-আটলান্টিক সম্পর্ক জোরদারের জন্য জো বাইডেনকে দেশটির সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়।

গাজায় ইসরায়েলি সেনারা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের দেশে ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে। তবে ষড়যন্ত্রটিই ব্যর্থ হয় এবং যাদব পলাতক রয়েছেন।