তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পের সময়ে লোকজন ছাদ থেকে পড়া আবর্জনা এড়াতে পেরেছেন

Your browser doesn’t support HTML5

সিসিটিভির একটি ফুটেজে দেখা যাচ্ছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার ১৬ অক্টোবর ভূমিকম্পের সময়ে লোকজন ছাদ থেকে পড়া আবর্জনা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন।

ফুটেজে দেখা যাচ্ছে এলাজিগ শহরে তিন জন পথচারি হেঁটে যাওয়ার সময়ে ভূমিকম্পের সময়ে একটি ভবন থেকে আবর্জনা পড়ছে।

আবর্জনাগুলি তাদের কাছে পড়লেও তারা তিনজনই তা এড়াতে পেরেছেন এবং কেউই আহত হননি।

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ( রয়টার্স)