এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

বাইডেন প্রশাসন ইসরায়েলকে সতর্ক করেছে যে আগামী ৩০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়াতে হবে অন্যথায় তারা যুক্তরাষ্ট্রের সামরিক তহবিল কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীকে রবিবার এক চিঠিতে সতর্ক করে বলেছেন, এ পরিবর্তন অবশ্যই করতে হবে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান বুধবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি নতুন বহুজাতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। রাশিয়া ও চীন জাতিসংঘে নজরদারি কার্যক্রম বন্ধ করে দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়।

মঙ্গলবার প্রকাশিত এক ফেডারাল তথ্যে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তাঁর ডনাল্ড ট্রাম্পকে সমর্থনকারি প্রচারণা গ্রুপকে তিন মাসে প্রায় সাড়ে সাত কোটি ডলার দিয়েছেন। মাস্ক জুলাই মাসে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন এবং পেনসিলভেনিয়ায় তাঁর সাথে একটি সমাবেশে যোগ দেন।