গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের তীব্র বিমান হামলা

২০২৪ সালের ১৪ অক্টোবর গাজা ভূখণ্ডের দেইর আল বালাহর আল আকসা মার্টারস হসপিটালের আঙিনায় একটি তাঁবু এলাকায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিরা ক্ষয়ক্ষতি দেখছে।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানান, সোমবার দেইর আল-বালাহর আল-আকসা মার্টারস হসপিটাল এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ব্যবহৃত হাসপাতাল ও তাঁবুতে বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ব্যবহৃত নুসেইরাতের একটি স্কুলে ইসরায়েলি আরেকটি হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সোমবার বলে, গাজা উপত্যাকায় “আরেকটি বিভীষিকাময় ভয়াল রাত।” সংস্থাটি জানিয়েছে, সোমবার পোলিও টিকা দেয়ার জন্য স্কুলটি ব্যবহার করার কথা ছিল।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

লেবাননে জাতিসংঘের ইন্টেরিম ফোর্স (ইউএনআইএফআইএল) শান্তিরক্ষীরা রবিবার বলেছেন, তারা তিন প্লাটুন ইসরায়েলি সেনাকে সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করতে দেখেছেন। জাতিসংঘ মিশন জানায়, দুটি ইসরায়েলি ট্যাংক অবস্থানের প্রধান ফটক ধ্বংস করে জোরপূর্বক সেখানে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে ফোনালাপে বিষয়টি উত্থাপন করেন। পেন্টাগন বলেছে, অস্টিন ইউএনআইএফআইএল বাহিনী এবং লেবাননের সশস্ত্র বাহিনীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রবিবার লেবাননভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর ড্রো্ন হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত ও সাতজন আহত হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, অস্টিন গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এটি মোকাবিলায় শীঘ্রই পদক্ষেপ নিতে হবে।

রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, সংস্থাটি গাজার উত্তরাঞ্চলে দুটি হাসপাতালে সেগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।