লেবাননের আরও কয়েকটি শহর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল; হামলা চালালো হেজবুল্লাহ

লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম খিয়ামে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে (১২ অক্টোবর, ২০২৪)

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তরের এলাকাগুলোতে সরে যেতে বলেছে। এই নদীটি পশ্চিমের বেকা উপত্যকা থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়।

সামরিক বিবৃতির মাধ্যমে দেওয়া এই নির্দেশে লেবাননের দক্ষিণাঞ্চলের সেসব গ্রামের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। অনেকগুলো গ্রাম ইতোমধ্যে খালি হয়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এ অঞ্চলে হেজবুল্লাহর কার্যক্রম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, হেজবুল্লাহ এসব অবস্থানকে অস্ত্র লুকানো ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার কাজে ব্যবহার করছে। হেজবুল্লাহ বেসামরিক মানুষের মাঝে অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ অস্বীকার করে।

ইসরায়েলের বিরুদ্ধে হেজবুল্লাহর হামলা

হেজবুল্লাহ বলছে তারা শনিবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উদ্দেশে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন সময় এই হামলা এলো যখন ইসরায়েলি সেনারা ইহুদীদের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরেও লেবানন ও গাজায় জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর চার সেনাকে গুলি করে আহত করার দায়ে বড় আকারে সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও হেজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে যুদ্ধরত দেশটিতে উত্তর ও দক্ষিণের যুদ্ধক্ষেত্রে সেনারা লড়াই করছিল।

লেবাননের যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় দলের প্রধান ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হারানোর পরও হেজবুল্লাহ শনিবার বলছে তারা হাইফা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হেজবুল্লাহর যোদ্ধারা “সেখানে অবস্থিত বিস্ফোরক কারখানা অভিমুখে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র পাঠায়।”

শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ পথে হামলার সতর্কতাসূচক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।