ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, গত ৫ আগস্ট পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
উপকমিশনার আরও বলেন, "৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলোর কাজ চলছে। হত্যা মামলাগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।"
এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধারের যে নিয়মিত অভিযান সেগুলো চলমান রয়েছে বলে জানান উপকমিশনার।