সিডনির রেল স্টেশনে কৌতূহলী কোয়ালা

Your browser doesn’t support HTML5

গত সপ্তাহে নিরাপত্তা বিভাগের ফুটেজে দেখা গেছে, সিডনির একটি রেল স্টেশন দিয়ে হেঁটে বেড়াচ্ছে কৌতূহলী এক কোয়ালা।

থলির মধ্যে জন্ম নেয়া স্তন্যপায়ী এই জীব সিঁড়ি বেয়ে উপরে ও নিচে নেমেছে এবং প্ল্যাটফর্মের নিচে নামার আগে একটি লিফটের দরজা ঘুরে ঘুরে দেখেছে। এরপর পুলিশ কর্মকর্তারা ধীরে ধীরে এর পিছু নেন।

পুলিশের হাত থেকে বাঁচতে কোয়ালাটি তখন একটি বেড়া ডিঙিয়ে পালিয়ে যায়। (এপি)