এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ঘুর্ণিঝড় মিল্টনের আঘাতে বৃহস্পতিবার ফ্লোরিডার মধ্য এবং উত্তরাঞ্চলে বন্যা এবং প্রচণ্ডবেগে বাতাস বয়ে যাওয়ায় বাড়িঘর ধ্বংস হয়েছে, অন্তত চারজন প্রান হারিয়েছেন এবং ৩০ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ভোরে ঝড়টি দূর্বল হয়ে ফ্লোরিডার আটলান্টিক উপকূল থেকে দূরে সরে গিয়েছে।

যুক্তরাষ্ট্র বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্থিনি বেসামরিক নগরিকরা যে বিপর্যয়কর পরিস্থিতিতে আছে তা ইসরায়েলকে জরুরি ভিত্তিতে মোকাবেলা করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার দেশের পক্ষে সাফাই পেশ করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার লাওসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্লিংকেন শুক্রবার দেশে ফেরার আগে বার্ষিক আসিয়ান-যুক্তরাষ্ট্র এবং পুর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেনের স্থালে যোগ দিচ্ছেন।