ফ্লোরিডায় শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন আঘাত হানার আগেই বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে। বুধবার টেম্পা বে অঞ্চলের উপকূলে প্রবল বেগে ঘূর্নিঝড় আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ৫ হাজারেরর বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭ সালের পর এবারই এত লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা সোমবার ইসরায়েলে ৭ অক্টোবর হামাস জঙ্গি হামলায় নিহতদের স্মরণে প্রথম বার্ষিকী পালন করেছেন। ঐ হামলায় ৪৬ জন আমেরিকান নাগরিকসহ প্রায় ১২’শ মানুষ নিহত হয়েছিল। প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে প্রায় ৯’শ আমেরিকান নাগরিক, গ্রিন কার্ডধারী এবং তাদের পরিবার লেবানন ত্যাগ করেছে। গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্র হওয়ার পর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সরিয়ে আনার জন্য এ পর্যন্ত আটটি ফ্লাইটের ব্যবস্থা করেছে।