মুইজ্জুর দিল্লি সফরে ভারত-মালদ্বীপের সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি

Your browser doesn’t support HTML5

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার, ৭ অক্টোবর, ২০২৪।

আলোচনার পর দুই নেতা বলেছেন, তাদের দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে।

অর্থ-সংকটে থাকা মালদ্বীপ প্রথম ইসলামী সার্বভৌম ঋণের খেলাপি দেশ হতে পারে বলে সাম্প্রতিক মাসগুলিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

তবে ভারত এবং চীন উভয়েই কৌশলগতভাবে অবস্থিত দ্বীপপুঞ্জে প্রভাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও নতুন করে সমর্থন দেওয়াতে পরিস্থিতি এখন ভালোর দিকে।

চীন ভারত মহাসাগরের দেশটিতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে সম্মত হওয়ার কয়েকদিন পর ভারতও মুইজ্জু সরকারের অনুরোধে গত মাসে তার পাঁচ কোটি ডলারের ট্রেজারি বিলে সাবস্ক্রাইব করে মালদ্বীপে জরুরি আর্থিক সহায়তা বাড়িয়েছে।

এপ্রিল মাসে মুইজ্জু ক্ষমতায় আসার পর তার "ইন্ডিয়া আউট" প্রচারণার অংশ হিসাবে নয়াদিল্লির কাছে মালদ্বীপে নিযুক্ত ৮০ জন প্রতিরক্ষা কর্মীকে সরিয়ে তাদের জায়গায় বেসামরিক লোক নিয়োগের দাবিতে মালদ্বীপ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।⁣ তবে থেকে কূটনৈতিক আলাপ-আলোচনা ও বৈঠকের পর দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ভালোর দিকে।