রাশিয়ার একটি আদালত ৭২ বছর বয়সী এক আমেরিকান নাগরিককে প্রায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে। ইউক্রেনে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। প্রসিকিউটররা বলছেন, স্টিফেন হাবার্ড হলেন প্রথম আমেরিকান যাকে ইউক্রেনে যুদ্ধ করার দায়ে দণ্ডাদেশ দেয়া হল।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন মাইক্রোআরএনএ আবিষ্কার এবং বহুকোষী জীবের বৃদ্ধি ও বেঁচে থাকার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আবিষ্কারের জন্য ২০২৪ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন। সোমবার নোবেল পুরষ্কার কমিটি একথা জানিয়েছে।
সপ্তাহান্তে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় আগুন ধরে যায়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এর ১৯০ যাত্রীসহ ৭ ক্রুকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে। কারও আঘাত পাবার খবর পাওয়া যায়নি।