ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য রেভল্যুশনারি গার্ডের অ্যারোস্পেস কমান্ডারকে পুরস্কৃত করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনেই্র ওয়েবসাইটে এ কথা বলা হয়।
এতে বলা হয়, আয়াতুল্লাহ খামেনেই গার্ড অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহকে অর্ডার অব ফাথ (ফার্সি ভাষায় বিজয়) প্রদান করেন।
ওয়েবসাইটে বলা আছে, “অসাধারণ ‘অনেস্ট প্রমিজ’ অপারেশনের কারণে” এই সম্মাননা দেয়া হয়েছে।
৬২ বছর বয়সী হাজিজাদেহ ২০০৯ সালে গার্ডস অ্যারোস্পেস ইউনিট প্রতিষ্ঠার পর থেকে এর প্রধান হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও আইআরজিসি’র শীর্ষ জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
দামেস্কে ইরানি কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এপ্রিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ছয় মাসের মধ্যে ইসরায়েলে এটি ইরানের দ্বিতীয় সরাসরি হামলা।
মঙ্গলবারের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। সেই প্রতিক্রিয়ার সঠিক প্রকৃতি এখনো নির্ধারণ করা বা দেখা বাকি।