বাংলাদেশের বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের মোট ১৩ জন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার এক আদালত।
সাইফুল আলমের পুত্র, ভাই, ভাইয়ের স্ত্রীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপ পরিচালক মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন, যার প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সোমবার(৭ই অক্টোবর) এই আদেশ দেয়।
দুদক এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তের স্বার্থে এই নিষেধাজ্ঞার জন্য আবেদন করে।
সাইফুজ্জামান চৌধুরী
একই আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে।
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক, প্রথম আলো পত্রিকায় এই কথা নিশ্চিত করেছেন মামলার পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, তার বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচারের অভিযোগ আছে বলে জানাছে স্থানীয় গণমাধ্যম।
গত মাসে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর ৩৬০টি বাড়ির খোঁজ পাওয়া যায়, যার বর্তমান বাজারমূল্য ৩৮২৪ কোটি টাকার বেশি।
(এই রিপোর্টে ইউএনবি থেকে তথ্য নেয়া হয়েছে)