ড্রোন ফুটেজে বসনিয়ায় বন্যার পরে ধ্বংস ও ক্ষয়ক্ষতির চিত্র

Your browser doesn’t support HTML5

ড্রোন ফুটেজে বসনিয়ার দোনিয়া ইয়াব্লানিতসা গ্রামে ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ধ্বংসাবশেষ এবং ধ্বংসপ্রাপ্ত গাড়ির চিত্র ধরা পড়ে। রবিবার ৬ অক্টোবর, ২০২৪।

বলকান দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা ছিল এটি।

শনিবার, ৫ অক্টোবর এক ক্যান্টোনাল সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সারাইয়েভো থেকে ৭০ কিলোমিটার, বা ৪৩.৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এলাকায় ১৩ জন মারা গেছে।

একটি অভূতপূর্ব গ্রীষ্মকালীন খরায় অনেক নদী এবং হ্রদ শুকিয়ে যাওয়ার পর এই বন্যার সূচনা হয়। এটি বলকান এবং ইউরোপের বেশিরভাগ অঞ্চল জুড়ে কৃষি এবং শহুরে এলাকায় জল সরবরাহকেও প্রভাবিত করেছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য আবহাওয়ার এমন চরম পরিবর্তনকে দায়ী করা যেতে পারে।