মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে এসেছেন

Your browser doesn’t support HTML5

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার স্ত্রী সাজিদা মোহাম্মদের সঙ্গে নয়াদিল্লি পৌঁছেছেন। রবিবার, ৬ অক্টোবর, ২০২৪।

মালদ্বীপে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, গত বছরের নির্বাচনে জয়লাভের পর এটি মুইজ্জুর প্রথম নয়াদিল্লি সফর।

চার দিনের এই ভারত সফরে মুইজ্জুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে দেখা করার কথা রয়েছে৷

এপ্রিল মাসে মুইজ্জু ক্ষমতায় আসার পর তার "ইন্ডিয়া আউট" প্রচারণার অংশ হিসাবে নয়াদিল্লির কাছে মালদ্বীপে নিযুক্ত ৮০ জন প্রতিরক্ষা কর্মীকে সরিয়ে তাদের জায়গায় বেসামরিক লোক নিয়োগের দাবিতে মালদ্বীপ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।

ভারত সেই দাবিতে সম্মত হয়ে মে মাসে সামরিক লোকবলের জায়গায় বেসামরিক লোকের বদলির প্রক্রিয়া সম্পন্ন করে। তবে থেকে কূটনৈতিক আলাপ-আলোচনা ও বৈঠকের পর দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ভালোর দিকে।