এক নজরে গাজা সিটি: গত বছর ৭ অক্টোবরের আগে এবং পরের চিত্র

Your browser doesn’t support HTML5

ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে প্রায় এক বছরের লড়াই গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, মহল্লার পর মহল্লা নিশ্চিহ্ন হয়েছে, ফিলিস্তিনি ছিটমহল জুড়ে কৃষি খামার ধ্বংস হয়েছে।

গাজা সিটি, যা গত ১৬ বছর ধরে হামাস শাসনের ক্ষমতার আসন, বেশিরভাগ ক্ষতির সম্মুখীন হয়েছে - বিশেষ করে শহরটির পূর্ব ও দক্ষিণ এলাকাগুলি।

ভূমধ্যসাগরকে সামনে রেখে তৈরি করা বহুতল ভবনগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেইসঙ্গে উপকূল বরাবর দক্ষিণ-উত্তর মহাসড়কও ধ্বংসস্তূপ ও বিধ্বস্ত ভবনে পরিপূর্ণ।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়, এবং ⁣⁣⁣⁣তারপর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান প্রায় এক বছরে পদার্পণ করেছে।

এদিকে, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় যুদ্ধের উত্তেজনাকে ইন্ধন দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣⁣⁣⁣⁣⁣⁣
⁣⁣⁣⁣⁣⁣
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣⁣⁣⁣⁣⁣