আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ফটো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেননি ওই পুলিশ কর্মকর্তা।

'তদন্তের আগে গ্রেফতার নয়'

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মাদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, তদন্তে দোষ পাওয়া গেলেই তবে যেন গ্রেফতার করা হয়।

“মামলা করছে সাধারণ জনগণ। মামলা হলেই গ্রেপ্তার নয়। আগে তদন্ত, তদন্তে দোষী সাব্যস্ত হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” তিনি শনিবার (৫ অক্টোবর)এ’কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ বাদী হয়ে মামলা করত, ১০ জনের নাম দিত আর ৫০ জন দিত বেনামী। “এখন কিন্তু পুলিশ মামলা করছে না,” তিনি বলেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিট লিডার মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে প্রতিষ্ঠিত ‘স্কাউটার শহিদ মীর মুগ্ধ ভবন’ ও তার স্মরণে উৎসর্গ করা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।