রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথ ডায়াস্পোরার উদযাপনে নাচছেন

Your browser doesn’t support HTML5

ব্রিটেনের রাজা চার্লসকে লন্ডনে কমনওয়েলথ দেশগুলোর প্রবাসী নাগরিকদের সাথে নাচতে দেখা গেছে। বুধবার, ২ অক্টোবর, ২০২৪।

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে তিনি চলতি মাসের শেষের দিকে সামোয়া যাবেন।

ডাচেস অফ এডিনবারা সোফিকেও সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত উদযাপনে অতিথিদের সাথে আলাপচারিতা করতে দেখা গেছে।

অক্টোবরের শেষে আসন্ন বৈঠকটি আফ্রিকা, ক্যারিবিয়ান,আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি দেশের প্রতিনিধি দল আয়োজক দেশ সামোয়াতে সমবেত হবে।