এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তার প্রশাসন ইসরাইলকে “পূর্ণ সমর্থন” দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ইসরাইলকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে প্রায় এক ডজন ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ইরানকে তার মদদপুষ্ট গোষ্ঠীগুলোর পদক্ষেপসহ আগ্রাসন বন্ধের জোর আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘটরত বন্দর শ্রমিকদের সঙ্গে আমেরিকার বন্দর মালিকদের শ্রম চুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আমেরিকার মেরিটাইম অ্যালায়েন্স ৫০ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, তবে ইন্টারন্যাশনাল লংশোরম্যান অ্যাসোসিয়েশন আরও বাড়ানোর চাপ দিচ্ছে।