সাকিব আল-হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ

সাকিব আল-হাসান। ফাইল ফটো।

বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটার সাকিব আল-হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেব চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থার শীর্ষ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে তথ্যটি নিশ্চিত করেছে।

"সম্প্রতি শেয়ার বাজারের কারসাজির দায়ে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা সাকিব ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট এবং আরও যত আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো অনুসন্ধান করে দেখবো,” ভয়েস অফ আমেরিকাকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক গোয়েন্দা বিভাগের নির্বাহী পরিচালক এ কে এম আহসান।

শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ২৪শে সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে।

বিএসইসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাকিব আল হাসানের বিরুদ্ধে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই এই জারিমানা।

সাকিবের অস্বীকৃতি

তবে সাকিব আল হাসান ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ২৬শে সেপ্টেম্বর ভারতের কানপুরে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেন।

"আমার জীবনে আমি নিজে কোনও ট্রেডিং করিনি, কেউ যদি বলে আমি ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো,” সাকিব সাংবাদিকদের বলেন।

একই সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বাংলাদেশের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন এবং যদি বাংলাদেশে ফিরে দেশত্যাগের নিশ্চয়তা দেয়া হয় তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান।

তিনি আরও জানান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে চান।

রাজনীতি ও মামলা

সাকিব আল হাসান সম্প্রতি রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন। তিনি ২০২৪ সালের ৭ই জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থি হিসেবে মাগুরা-১ আসনে নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশে ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় সাকিব আল-হাসান কানাডায় একটি ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলছিলেন।