১ অক্টোবর, মঙ্গলবার, ব্যাংককের শহরতলিতে একটি বাসে আগুন ধরে। বাসে তরুণ শিক্ষার্থীদের সাথে তাদের শিক্ষকরা ছিলেন। কর্মকর্তা এবং উদ্ধারকারীরা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ২৫ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, বাসটি মধ্য ওথাই থানি প্রদেশ থেকে ৪৪ জন যাত্রীসহ আয়ুত্থায়া এবং নোন্থাবুরি প্রদেশে একটি স্কুল ভ্রমণে যাচ্ছিল।
বাসে থাকা শিক্ষার্থীরা প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলের বলে জানা গেছে। (এপি)