যুক্তরাষ্ট্রে নির্বাচনঃ ভ্যান্স ও ওয়ালজ-এর মধ্যে আসন্ন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটের আগে সিবিএস ব্রডকাস্ট সেন্টারে এ সংক্রান্ত সাইনবোর্ড ঝোলানো হয়েছে।

ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যথাক্রমে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও যুক্তরাষ্ট্রের সিনেটর জেডি ভ্যান্স মঙ্গলবার ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট মঞ্চে ভোটারদের নিজ দলের পক্ষে ভোট দেওয়ার জন্য আকৃষ্ট করার চেষ্টা চালাবেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এই বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এটাই ওয়ালজ ও ভ্যান্সের মধ্যে প্রথম ও একমাত্র বিতর্ক। একইসঙ্গে দুইদলের প্রার্থীদের মাঝেও এটিই হতে পারে শেষ মুখোমুখি বিতর্ক। প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনের আগে আর কোনো বিতর্কের তারিখ নির্ধারণ করা হয়নি।

ব্রুকিংস ইন্সটিটিউশনের সুশাসন বিষয়ক সিনিয়র ফেলো বিল গ্যালস্টন ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওয়ালজ ও ভ্যান্সের জন্য এই বিতর্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হবে কোনো ভুল না করা অথবা নীতিমালা প্রসঙ্গে এমন কোনো মতামত না দেওয়া, যা তাদের নিজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না।

“প্রথম যে কাজটি তাদের করা উচিত, তা হলো, নির্বাচনের সঙ্গে জড়িত সবার কাছে নিজের পরিচয় তুলে ধরা। তারপর তারা সার্বিকভাবে তাদের স্বপক্ষে একটি ভালো জনমত গড়ে তোলার চেষ্টা চালাবেন”, বলেন গ্যালস্টন। “দ্বিতীয়ত, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মূলনীতি আর ভাইস প্রেসিডেন্টের মূলনীতির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই; এবং তা হলো, এমন কিছু করবেন না যা আপনার দলের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদপ্রার্থীর অবস্থানকে দুর্বল করে, তাদের অবমাননা করে বা তাদের জন্য বিব্রতকর হয়ে ওঠে।”

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের ছয়টিতে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার ডিবেটের পাশাপাশি ১৬ অক্টোবরের মধ্যে আরও ১৪টি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।