সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা 'স্পিচ অফেন্স' মামলা প্রত্যাহার হচ্ছে

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ফটো।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের অধিনে করা 'স্পিচ অফেন্স' সংক্রান্ত সকল মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার (৩০শে সেপ্টেম্বর) এ’কথা জানানো হয়।

অনলাইনে মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলো 'স্পিচ অফেন্স' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান।

এছাড়া বর্তমানে স্পিচ অফেন্স–সম্পর্কিত মোট ১,৩৪০টি মামলা চলমান। তদন্তাধীন ৪৬১টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে, সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং এই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দ্রুত ছেড়ে দেয়া হবে।

বিগত সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইন সবচেয়ে আলোচিত এবং সমালোচিত আইনগুলোর একটি।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "সাইবার সিকিউরিটি অ্যাক্টে সংস্কার প্রয়োজন. দ্রুতই সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আমার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ করবো।”

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ কিছুটা সংশোধন ও পরিমার্জন করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন নাম দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকার।