নেহেরু ট্রফি বোট রেসের ৭০তম সংস্করণ দেখতে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে শত শত মানুষ ভিড় করে। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪।
বিশ্বের বৃহত্তম নৌকা রেসগুলির মধ্যে একটি কেরালার স্নেক বোট রেস। নৌকার চালকদের গায়ের জোড়ে বৈঠা চালিয়ে নৌকাগুলিকে ফিনিশ লাইনে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধ হতে দেখা গেছে।
গত ৭২ বছর ধরে কেরালার উপকূলীয় আলাপুঝা এলাকার নদীতে ঐতিহ্যবাহী স্নেক বোট রেস অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে এটি একটি জনপ্রিয় উৎসব।
বার্ষিক অনুষ্ঠানটি সাধারণত আগস্ট মাসে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার মানুষ দেশ-বিদেশ থেকে অংশগ্রহণকারীদের সাপের আকৃতির লম্বা নৌকাগুলি চালাতে দেখতে আসে।
আগস্টে কেরালায় আঘাত হানা মারাত্মক বৃষ্টির ও ভূমিধসের কারণে এই বছর টুর্নামেন্টটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়।