ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় 'বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তর' ঘটনা

হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবা করছেন তাঁর নিকটজন। ফটোঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪।

ডেঙ্গু জ্বরে শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮ জনের মৃত্যু এবং ১,২২১জন আক্রান্ত হয়েছে বলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

ঢাকার দ্য ডেইলি স্টার জানাচ্ছে, এটা ছিল এ’বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০১ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৫২০ জন রোগী।

আটটি মৃত্যুর ঘটনার মধ্যে পাঁচটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একটি করে।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

(এই রিপোর্টের জন্য কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়)