পার্বত্য চট্টগ্রামে দাঙ্গা এবং গুলিতে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু

রাঙ্গামাটিতে ২০ সেপ্টেম্বর পাহাড়ি এবং ব্যাঙালিদের মধ্যে দাঙ্গার পর ক্ষতিগ্রস্ত দোকান-পাটের সামনে দিয়ে দু'জন হেঁটে যাচ্ছেন। ফটোঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪।

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংসতায় অন্তত চারজন নিহত এবং অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করার গঠিত কমিটি কাজ শুরু করেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে কমিটি আগুনে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

পরে তদন্ত কর্মকর্তারা উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানান।

খাগড়াছড়িতে ঘটনার সূত্রপাত

গত বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) একটি মোটরসাইকেল চুড়ির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মোঃ মামুন নামে এক বাঙ্গালি যুবক নিহত হবার পর স্থানীয় বাঙ্গালিরা একটি মিছিল বের করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে, মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় “ইউপিডিএফের (মূল) কিছু সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০টি গুলি ছোড়ে।”

আইএসপিআর ভাষ্য মতে, এ পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে।

আইএসপিআর তার বিবৃতিতে আরও জানায়, সেই রাতেই খাগড়াছড়ি জোনের একটি টহল দল রাত সাড়ে ১০টায় একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের (মূল) নেতৃত্বে বাধা সৃষ্টি করে।

গুলিতে ৩ পাহাড়ির মৃত্যু

আইএসপিআর-এর বিবৃতিতে দাবী করা হয়, “ইউপিডিএফের সন্ত্রাসীরা” সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। ওই গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়।

নিহত ব্যক্তিরা হলেন জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল চাকমা (৩০)।
গত বৃহস্পতিবার রাতে রানখখাইয়া, স্বনির্ভর এলাকায় গভীর রাত পর্যন্ত গুলির শব্দ পাওয়া যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে।

পরে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাঙ্গামাটিতে পাহাড়িদের আয়োজিত একটি প্রতিবাদ মিছিলে দুই পক্ষের সংঘর্ষে অনিক কুমার চাকমা নামে একজন কলেজ ছাত্র নিহত হন।

সহিংস এই পরিস্থিতিকে কেন্দ্র করে দুই পার্বত্য জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যা খাগড়াছড়িতে শুক্রবার রাত ৯ টার পর আর বাড়ানো হয়নি এবং রাঙ্গামাটিতে রবিবার বেলা ১১ টায় তুলে নেয়া হয়।

সহিংসতার ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে ভাংচুর ও সহিংসতার ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ মামুনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী মুক্তা আক্তার তিন জন আওয়ামী লিগ নেতার বিরুদ্ধে মামলা করেন, যারা ৫ই অগাস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন।

(এই রিপোর্টের জন্য ইউএনবি থেকে তথ্য নেয়া হয়েছে)