সাকিব আল-হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান 'পরিষ্কার' করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল-হাসানঃ সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের এক মুহূর্তে। ফটোঃ ২৫ অগাস্ট, ২০২৪।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল-হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান ‘পরিষ্কার’ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন যে, কর্তৃপক্ষ অন্যান্য ক্রিকেটারের মত সাকিবকে নিরাপত্তা দিলেও, রাজনৈতিক কারণে তাঁর উপর ‘জনগণের ক্ষোভ’ থাকতে পারে।

“জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সে নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না,” আসিফ মাহমুদকে উদ্ধৃত করে ঢাকার দৈনিক প্রথম আলো জানায়। “আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিস্কার করা প্রয়োজন। ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন।”

সাকিব আল-হাসান গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু তিনি দেশের ফেরার আগে নিরাপত্তা এবং দেশ থেকে নির্বিঘ্নে বের হওয়ার নিশ্চয়তা চেয়েছেন।

আসিফ মাহমুদ ব্যাখ্যা করে বলেন যে সাকিবের দুটি পরিচয় আছে – একটি ক্রিকেটার হিসেবে, অন্যটি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে।

“তাঁর দুটি পরিচয় নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে,” মাহমুদকে উদ্ধৃত করে ঢাকার দ্য ডেইলি স্টার পত্রিকা জানায়। “এখন, আমরা ক্রিকেটার সাকিবকে পর্যাপ্ত নিরাপত্তা দেব, যা একজন খেলোয়াড় পেয়ে থাকেন। এটা আমাদের দায়িত্ব এবং তিনি দেশে আসলে আমরা সেটা দেবো।"

অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফাইল ফটো।

তবে তিনি সতর্ক করে দেন যে দেশের সাধারণ মানুষ তাঁর রাজনৈতিক কারণে তাঁর প্রতি ক্ষিপ্ত হলে বিষয়টি অন্য রকম হবে। তিনি বলেন সেই ক্ষোভ সাকিবকে নিজেই কমাতে হবে “তাঁর কথা দিয়ে।”

ক্রীড়া উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি এবং তাঁকে “দেশ ছেড়ে পালাতে হয়েছে।”

শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ৫ অগাস্ট এক ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তিনি ভারতে চলে যান। তার তিন দিন পর গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি মুহাম্মাদ শাহাবুদ্দিন।

সাকিব আল-হাসানকে বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং দেশের একমাত্র বিশ্বমানের প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। তিনি বিশ্বে একমাত্র অল-রাউন্ডার যিনি তিন ফরম্যাটের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিং-এ প্রথম পাঁচজনের মধ্যে আছেন।

সাকিব ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।