এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

আমেরিকার সমর্থন জোরদার করার উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য নেতার সঙ্গে বৈঠক করেছেন। এই বছর নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার বিষয়টি পক্ষপাতের মুখোমুখি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করবেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরে নানা প্রশ্নের পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শুক্রবার নিউইয়র্কে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বৃহস্পতিবার বলেছেন নিরাপদ থাকার অধিকার হচ্ছে নাগরিক অধিকার এবং তা বন্দুক সহিংসতা থেকেও মুক্ত থাকার অধিকার। ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা বন্দুক চালানো এবং তা পাওয়া সহজ করে এমন নতুন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে।