সাড়ে পাঁচ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুরস্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমানের মা অত্যন্ত অসুস্থ থাকায় তিনি দেশে ফিরেছেন।
তিনি বলেন, "বিভিন্ন সংবাদ প্রকাশ করায় মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ১২৪ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল এবং একটি মামলায় তাকে এবং তার স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।"
"২০১০ সালের জুন মাসে এবং ২০১৩ সালের এপ্রিলে তাকে আবার গ্রেপ্তার করা হয়। আর সেসময়ই সরকার আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। গ্রেপ্তারের পর রিমান্ডে তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে।"